BPKS

Copyright ©2023 BPKS

সংসদে ১০ শতাংশ প্রতিবন্ধী আসনের দাবি

সংসদে ১০ শতাংশ প্রতিবন্ধী আসনের দাবি

জাতীয় সংসদে ১০ শতাংশ প্রতিবন্ধী আসন বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজেবল পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।মানববন্ধনে ন্যাডপো সভাপতি আব্দুস সাত্তার দুলাল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুয়ায়ী, দেশে দুই কোটি ৭০ লাখ প্রতিবন্ধী নাগরিক রয়েছে যারা আট কোটি মানুষের পরিবারভুক্ত।
অথচ বিরাট এই সংখ্যাক মানুষের জন্য কোনো ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। আমাদের জন্য আবাসন ব্যবস্থা নেই।  আবাসনগুলো প্রতিবন্ধীবান্ধব না হওয়ার কারণে অনেকেই চাকরির আগ্রহ হারিয়ে ফেলে।

পথে যাতায়াতের জন্য কোনো প্রকার বাস, ট্রেন বা লঞ্চ প্রতিবন্ধীবান্ধব না। এ কারণে অন্যের সহযোগিতা ছাড়া চলতেও পারে না এ জনগোষ্ঠীর মানুষ। মেধার ভিত্তিতে চাকরি পাবার যোগ্যতা থাকলেও তাদের তা দেওয়া হয় না। কিন্তু চাকরির ক্ষেত্রে এটি কোনো সমস্যা না।

এসময় সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয়। তাদের দাবিগুলো হলো- জাতীয় সংসদে ১০ শতাংশ এবং স্থানীয় সরকারের দুই শতাংশ আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করা, প্রতিবন্ধী থেকে সরাসরি যে কর সরকার নিচ্ছে, তার ১০ শতাংশ প্রতিবন্ধীর ক্ষমতায়ন ও উন্নয়নে ব্যয় করা, দেশের সব অবকাঠামো-যানবাহন-শিক্ষা-স্বাস্থ্য প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করা, উচ্চশিক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তি ও উন্নয়ন’ বিভাগ চালু করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার-উন্নয়নে পলিসি, পরিকল্পনা গ্রহণে ন্যাডপোর প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

মানববন্ধনের ন্যাডপোর মহাসচিব মো. শহিদুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।